না ফেরার দেশে অভিনেতা আজিজুর রহমান
না ফেরার দেশে অভিনেতা আজিজুর রহমান
না ফেরার দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা স ম আজিজুর রহমান।
বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।
স ম আজিজুর রহমানের ছেলে আতিক এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার(০৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নাটোরে নেয়া হয় তার মরদেহ। সেখানে জিয়ারকোল বাগাতিপাড়ায় তাকে সমাহিত করা হয়।
নাটকের পাশাপাশি তিনি ছবিতেও অভিনয় করেছেন। এ ছাড়া টিভি বিজ্ঞাপনেও তার কাজ করার অভিজ্ঞতা ছিল।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও তিনি কাজ করেছেন। এই অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন সহকর্মীরা।
মারা যাওয়ার আগে দীর্ঘদিন তিনি অভিনয়ের বাইরে ছিলেন। এই গুণী অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
Tag: Entertainment
No comments: