Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নওগাঁয় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ২




নওগাঁর মহাদেবপুরে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকচাপাই গ্রামের মৃত চয়েন উদ্দীনের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মাসুদ রানা (৪২), ইজিবাইকের চালক একই উপজেলার ইয়াদ আলীরমোড় এলাকার আব্দুল মজিদের ছেলে মমিন হোসেন (২৯) ও মান্দা উপজেলার সিংগারপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রিপা আকতার (২৮)। একই ঘটনায় আহতরা হলেন- নিহত অবসরপ্রাপ্ত সার্জন মাসুদ রানার স্ত্রী নিপা বেগম (৩৪) ও তার শ্যালিকা রুবিনা খাতুন (১৭)। বৃহস্পতিবার নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে মাহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন- বুধবার রাত ৮টার দিকে পত্নীতলা থেকে নওগাঁ অভিমুখে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলস (চট্রগ্রাম মেট্রো-০২-০১৭৪) নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে ব্যাটারী চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। এসময় অপর ৪ যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রিপা আক্তার এবং রাজশাহীতে নিযে যাওয়ার পথে ইজিবাইক চালক মমিন হোসেন মারা যান। এদিকে, এই ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ওই বাসটি জব্দ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply