Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রথমবারের মত এক গ্রুপে মেসি-রোনালদো




করোনার কারণে দেরিতে শুরু হলেও ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আকর্ষণ বাড়িয়ে দিলো এবারের ড্র। বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত ড্রতে প্রথমবারের মত এক গ্রুপে মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ও লিওনেল মেসির বার্সেলোনা। গত এক যুগের দ্বৈরথে অসংখ্য মনে রাখার মত ম্যাচ উপহার দিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগেও বেশ কয়েকবার দেখা হয়েছে দুজনের, তবে নকআউটে। ইতিহাসে এই প্রথমবারের মত এক গ্রুপে দেখা হয়ে গেলো দুই প্রতিদ্বন্দ্বীর। বিজ্ঞাপন বিজ্ঞাপন গ্রুপ ‘জি’তে জুভেন্টাস, বার্সেলোনার সঙ্গে একই গ্রুপে আছে ইউক্রেনের জায়ান্ট ডায়নামো কিয়েভ ও হাঙ্গেরির ফ্রেঞ্চভারোস টিসি। সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘বি’তে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষরা হলো ইতালিয়ান রানার্সআপ ইন্টার মিলান, ইউক্রেনের চ্যাম্পিয়ন শাখতার দোনেতস্ক ও জার্মানির বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ। গ্রুপ অব ডেথে পড়েছে গতবারের রানার্সআপ পিএসজিও। গ্রুপ ‘এইচে’ তাদের সঙ্গে একই গ্রুপে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, গতবারের সেমিফাইনালিস্ট আরবি লিপজিগ ও তুরস্কের ইস্তাম্বুল বাসাকশার। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপটাও বেশ শক্ত। গ্রুপ ‘এ’তে বাভারিয়ানদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, অস্ট্রিয়ান লিগ চ্যাম্পিয়ন সলযবুর্গ ও রাশিয়ার লোকোমোটিভ মস্কো। ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ৩২ দলের টুর্নামেন্টে ২৬টি দল উঠে এসেছে সরাসরি। ৬টি দল সুযোগ পেয়েছে প্লে-অফের মাধ্যমে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, রেড বুল সলযবুর্গ ও লোকোমোটিভ মস্কো। গ্রুপ ‘বি’: রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেতস্ক, ইন্টার মিলান ও বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ। গ্রুপ ‘সি’: এফসি পোর্তো, ম্যানসিটি, অলিম্পিয়াকোস ও মার্শেই। গ্রুপ ‘ডি’: লিভারপুল, আয়াক্স, আটলান্টা ও মিটজিল্যান্ড। গ্রুপ ‘ই’: সেভিয়া, চেলসি, এফসি ক্রাসনোডার ও রেসঁ। গ্রুপ ‘এফ’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাজিও ও ক্লাব ব্রুগ। গ্রুপ ‘জি’: জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ ও ফ্রেঞ্চভারোস টিসি। গ্রুপ ‘এইচ’: পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লিপজিগ ও ইস্তাম্বুল বাসাকশার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply