‘ও তো নিজেকেই রক্ষা করতে পারেনি’, ট্রাম্পকে বেনজির আক্রমণ বারাক ওবামার
সংবাদ প্রতিদিন ক: যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলি মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। এভাবেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বেনজির আক্রমণ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘গত আট মাসে অতিমারীর প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলিই করে উঠতে পারেননি।’’
ট্রাম্পকে ব্যঙ্গ করে ওবামা আরও বলেন, ‘‘এটা কোনও রিয়েলিটি শো নয়। কিন্তু তাঁর অযোগ্যতার এমন এক ‘রিয়েলিটি’, যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে।’’ প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, ‘‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওঁর (ট্রাম্প) মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। আপনারা নিজেদের জীবনযাপন করবেন এটা ভেবে যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিয়োরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন কেবল কিংবা মার্কিন ‘নেভি সিল’ বিন লাদেনকে হত্যা করেনি।’’
Tag: English News world
No comments: