Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » আব্দুলের হয়ে মহম্মদ রফিই লড়ছেন করোনার সঙ্গে




আব্দুলের হয়ে মহম্মদ রফিই লড়ছেন করোনার সঙ্গে

পুজোর সময় রফির গান গেয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করছেন টোটো চালক আব্দুল মহম্মদ মুজফফর। তিনি টোটো চালান। তিনি অবিকল রফির গলায় গান গাইতে পারেন। তিনি আবার করোনা নিয়ে মানুষকে সচেতনও করেন। তিনি আব্দুল মহম্মদ মুজফফর। ক্লাস থ্রি-ফোর অব্দি টেনেটুনে পড়াশোনা। ছোটবেলা থেকেই শখ ছিল মহম্মদ রফির মতো গায়ক হবেন। কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে গান নিয়ে পড়ে থাকতে পারেননি। এখন টোটো চালিয়েই সংসার চালাচ্ছেন জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি পঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা আব্দুল। এখন, এই করোনার দিনগুলিতে আব্দুলের রফি-প্রেম অবশ্য একটা অন্যরকম 'ডাইমেনশন' পেয়ে গিয়েছে। প্রথাগত অর্থে শিল্পী হয়ে ওঠা ঘটেনি তাঁর জীবনে। কিন্তু এই করোনা-আবহে মানুষকে তিনি করোনার সুরক্ষাবিধি নিয়ে সচেতন করে তুলছেন রফির গান গেয়েই। বিভিন্ন এলাকায় যাচ্ছেন, পাড়ায়-পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন এই রফি-কণ্ঠী। পুজোর সময় যাতে সকলে অবশ্যই মাস্ক পরে বেরোন এবং সামাজিক দূরত্ব মেনেই যাতে সকলে মণ্ডপে-মণ্ডপে ঠাকুর দেখেন সেই পরামর্শ দেন আব্দুল। রাস্তা-ঘাটে যখন-তখন তিনি মাইক্রোফোন নিয়ে গান ধরে নেন। আর মানুষের মনে সাহস জোগান। অন্য কিছু নয়; স্রেফ এই কারণে যে, মানুষ যদি তাঁর মুখে রফি-গান শুনে এই অতিমারী-পরিস্থিতিতেও একটু খোশমেজাজে থাকেন। প্রসঙ্গত, আব্দুল অবশ্য তাঁর টোটো-যাত্রীদেরও রফির গান শোনাতে ভোলেন না। এবং সেটা চলে সারা বছরই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply