Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ৩০ হাজারের অধিক আক্রান্ত




ইউরোপজুড়ে করোনাভাইরাস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শীতের মৌসুম শুরু হলে যে আশঙ্কা করা হয়েছিলো তেমনটাই ঘটছে প্রতিদিন। বিবিসি বলছে, গত একদিনে ফ্রান্সে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ৩০ হাজার ৬২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। মারা গেছে ৮৮ জন। আগেরদিন করোনা আক্রান্ত ছিলো ২২ হাজার ৫৯১ জন। ভাইরাসের প্রকোপ বৃদ্ধির ফলে শনিবার থেকে প্যারিসসহ অন্য আটটি শহরে রাতে কারফিউ আরোপের ঘোষণা দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইটালিসহ ইউরোপের প্রায় সব দেশে ভাইরাসের প্রকোপ ব্যাপক আকারে দেখা দিয়েছে। শনিবার থেকে লন্ডনেও বাড়ির অভ্যন্তরে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হবে বলে জানা গেছে। গত একদিনে ইউরোপের দেশগুলোতেই মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫৩ হাজার ৫০৩ জন এবং মারা গেছে ১ হাজার ২৯৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা অত্যন্ত জরুরি। ইউরোপের জনসাধারণের উচিত হবে ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের লড়াইয়ে সরকারের কঠোর পদক্ষেপ মেনে চলা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৩ জন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ১১৩ জনের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply