মেহেরপুর আইনজীবী সমিতির আর্থিক অনুদানের প্রদান
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য মরহুমা অ্যাডঃ মনিরা হাসান মিলির পরিবারের কাছে আইনজীবী সমিতির আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আইনজীবী পরিষদ মিলনায়তনে মিলির পরিবারের কাছে ৪ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। জেলা আইনজীবী সভাপতি মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাসিম উপস্থিত থাকে মরহুমার নমিনী হিসাবে তাঁর কনিষ্ঠ কন্যা নওরীন নূরে মিতুলের হাতে আইনজীবী সমিতির কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ ৪,৫০,০০০ টাকা প্রদান করা হয় । উল্লেখ্য ১৬ মার্চ এডভোকেট মনিরা হাসান মিলি মৃত্যুবরণ করেন।
Tag: others Zilla News
No comments: