Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেষ মুহূর্তের গোলে চিলিকে হারালো উরুগুয়ে




নিজেদের মাঠে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে উরুগুয়ে। চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লুই সুয়ারেজরা। তবে, নিজেদের মাঠে জয় বঞ্চিত হয়েছে প্যারাগুয়ে। এগিয়ে থেকেও পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। স্তাদিও সেন্তেনারিওতে চিলির বিপক্ষে অদম্য উরুগুয়ে। লে সেলেস্তাদের প্রিয় ভেন্যু বলা হয়ে এটিকে। পরিসংখ্যানের দাপট মাঠেও। সুয়ারেজ-কাভানিদের বলের গতি এলোমেলো করে দেয় ভিদালদের। বল দখলের প্রতাপটা কাজে আসে। ৩৯ মিনিটে চিলির ভুলে পেনাল্টি পায় উরুগুয়ে। স্পটকিক থেকে নির্ভুল নিশানাবাজী অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার লুই সুয়ারেজের। লিড নিয়ে বিরতিতে দুই দল। বিরতির পর মাঝ মাঠের শক্তি বাড়ায় চিলির কোচ রুয়েদা। সিদ্ধান্তটা কাজে আসে আরিয়ান গুয়েজের পাস থেকে নির্ভুল নিশানা বাজী অ্যালেক্সিস সানচেজের। সমতা আসে ম্যাচে। খেলার বাকি সময়টা দুই দলই লড়েছে সমান তালে এগিয়ে যাবার জন্য। কিন্তু, স্কোরলাইনে তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ১-১ গোলের সমতায় যখন ম্যাচ শেষ হবে ধরে নিয়েছিল দর্শক। তখনই অতিরিক্ত সময়ে ম্যাক্সি মিলিয়ানো গোমেজের এমন গোল। উরুগুইয়ান ডাগ আউটে স্বস্তি। জয় নিয়েই মাঠ ছাড়ে অস্কার তাবারেজ শিষ্যরা। নিজেদের মাঠে উরুগুয়ে জয় তুলে নিলেও পার্শ্ববর্তী দেশ পারাগুয়ে হোঁচট খেয়েছে প্যারাগুয়ে। এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হয়েছে পেরুর বিপক্ষে। আসুন সিয়নে ম্যারম্যারে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ম্যাচের উত্তেজনার পুরো অংশ ছিল দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে ক্যারিলোর গোলে স্কোরশিটে নাম তোলেন ক্যারিলো। এগিয়ে যায় অতিথিরা। নিজ মাঠে পিছিয়ে পড়ে আঁতে ঘা লাগে দ্যা হার্ট ব সাউথ আমেরিকার। ৬৬ ও ৮১ মিনিটে জোড়া গোল করে সেই ক্ষতি পুষিয়ে ম্যাচে ফেরায় অ্যানজেল রোমারিও। পারাগুয়ের স্বস্তি টিকেছিল কেবল ৪ মিনিট। ৮৫ মিনিটে আবারো গোল করে পেরুর অ্যান্দ্রে ক্যারিলো। তাতে ২-২ গোলের ড্র নিয়েই খুশি থেকে মাঠ ছাড়তে হয় দুই দলকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply