আত্মবিশ্বাসী ম্যানসিটির সামনে ওয়েস্টব্রুম
জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়েস্টব্রুম উইচ। ম্যানচেস্টার ডার্বিতে ড্র করলেও, এবার পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে জয় ভিন্ন কিছুই ভাবছে না সিটিজেনরা। এদিকে, সুস্থ হয়ে এ ম্যাচে একাদশে ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। ইতিহাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছে না। জায়ান্ট দলটি গেলো মৌসুমের রানার্সআপ। তারপরও এবার যেনো নিজেদের হারিয়ে খুঁজছে সিটিজেনরা। যে দলের হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওলা, তাদের নামের পাশে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। আসরে ৫ জয়ের বিপরীতে ২ হার আর ৪ ড্র ম্যানসিটির। তবে সিটিজেনরা এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করায় সমর্থকরা কিছুটা স্বস্তিতে। ঘরের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে টেবিলের একেবারেই তলানির দল ওয়েস্টব্রুম উইচ। সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে পয়েন্ট হারিয়ে ব্যাকফুটে গার্দিওলার শিষ্যরা। যদিও এর আগের দুই ম্যাচের জয় ম্যানসিটি শিবিরে সাহস যোগাচ্ছে। এবার ওয়েস্টব্রুম উইচকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান বলছে, দুদলের ১২৮ বারের দেখায় সিটিজেনদের ৬১ জয়ের বিপরীতে ওয়েস্টব্রুম উইচের জয় ৪৬টি। শুধু তাই নয়, শক্তিমত্তার দিক থেকে ম্যানচেস্টার সিটির চেয়ের বেশ খানিকটা পিছিয়ে অতিথিরা। ২০১৮ সালে সবশেষ দেখায় ওয়েস্টব্রুম উইচের বিপক্ষে বড় জয়টা বাড়তি অনুপ্রেরণা গার্দিওলার দলের। পেশীর চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না এরিক গারসিয়া। ইনজুরি থেকে সেরা উঠলেও, অসুস্থতার কারণে ডার্বিতে খেলা হয়নি সার্জিও আগুয়েরো। তারপরও দলের সঙ্গে অনুশীলন করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, 'অসুস্থতার কারণে গেলো দুইদিন অনুশীলন করতে পারেনি আগুয়েরো। তবে সোমবার সে অনুশীলনে যোগ দিয়েছে। আগুয়েরো একাদশে খেলার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগে সিদ্ধান্ত নেবো। এ ম্যাচে জয়ের জন্য ফুটবলাররা শতভাগ প্রস্তুত।' এদিকে, এ ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে ছক এঁকেছেন পেপ গার্দিওলা। তাইতো কোচের আস্থার প্রতিদান দিতে প্রতিপক্ষের রক্ষণে পুরোপুরি জ্বলে উঠতে চায় রাহিম স্টার্লিং-ব্রুইনা-গ্যাব্রিয়েল জেসুসরা।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: