Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নিজের মতো সময় কাটাচ্ছি: শবনম ফারিয়া




নিজের মতো সময় কাটাচ্ছি: শবনম ফারিয়া

শোবিজের পরিচিত মুখ শবনম ফারিয়া। সম্প্রতি বিচ্ছেদ ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। শোবিজ দুনিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়েছে এ অভিনেত্রীকে নিয়ে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কটু আক্রমণের শিকার হয়েছিলেন ফারিয়া। বাধ্য হয়ে ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ রেখেছেন শবনম ফারিয়া। নিজের ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ ছিল কয়েকদিন। ইনস্টাগ্রামে বন্ধ করে দিয়েছেন কমেন্টস অপশন। নেটিজেনদের কটু আক্রমণ থেকে বাঁচতেই এ সিদ্ধান্ত নিয়েছেন শবনম ফারিয়া। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে পাওয়া গেলো শবনম ফারিয়াকে। কেমন আছেন? জানতে চাইলে সময় নিউজকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতো সময় কাটাচ্ছি। শুটিংও বন্ধ রেখেছি। বাসার সবার সঙ্গে সময়টা উপভোগ করছি।’ আপনার আম্মুর শরীর কেমন? উত্তরে ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ। আম্মু ভালো আছে। আম্মু এখন পুরোপুরি সুস্থ।’ ফেসুবকে ফিরবেন কবে? প্রশ্ন শুনে অভিনেত্রী হাসলেন। যার রেশ থাকল কয়েক সেকেন্ড। হাসি থামিয়ে বলেন, ‘আমি এখনো বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে, ফেসবুক ছাড়া খুব একটা খারাপ নাই। এখন নিজের মতো সময় কাটাচ্ছি। এ সময় ফেসবুক না থাকাই ভালো। তবে খুব শিগগিরই ফেসবুকে ফিরব।’ কথা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমরা তিনমাস একসঙ্গে থাকি নাই। শ্বশুর বাড়িতে এতো প্রবলেম ছিল, যে আমি সেখানে থাকতেই পারি নাই। আমি আসলে টেনে গেছি, মানুষ কি বলবে তা চিন্তা করে। কিন্তু এক সময় মনে হলো, আর কত দিন। আড়াই বছর তো টানলাম, আর কত? আর সাফার করতে পারছিলাম না। তাই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া।’ ফারিয়া আরো বলেন, ‘আমি চাই নাই এগুলো নিয়ে কথা উঠুক, আলোচনা হোক বা কাদা ছোঁড়াছুড়ি হোক। তাই শুধু ফ্যামিলি ইস্যুর কথাই বলেছিলাম।’ আলাপের শেষ পর্যায়ে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া। আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই দেখা হওয়ার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply