পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আগামী সপ্তাহে উইলিয়াম বার পদত্যাগ করবেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে জানায়, ইলেকটোরাল কলেজ ভোটে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করার পরই উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণা এলো। বড়দিনের আগেই উইলিয়াম বারের পদত্যাগ করবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গতকাল এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘মাত্রই হোয়াইট হাউজে উইলিয়াম বারের সঙ্গে দুর্দান্ত বৈঠক হলো। আমাদের সম্পর্ক খুবই ভালো এবং তিনি অসাধারণ কাজ করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের আগেই তিনি অব্যাহতি নিচ্ছেন।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের স্থলাভিষিক্ত হবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। আর নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন রিচার্ড ডোনোগ।
বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উইলিয়াম বারের ‘শীতল যুদ্ধ’ চলছিল।
Tag: English News lid news world
No comments: