রাজনীতিতে আসছেন না রজনীকান্ত রাজনীতিতে আসছেন না রজনীকান্ত
রাজনীতিতে আসছেন না রজনীকান্ত
রাজনীতিতে আসছেন না রজনীকান্ত
কথা ছিল- চলতি বছর ৩১ ডিসেম্বর রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। রাজনীতিতে সক্রিয় হবেন সুপারস্টার রজনীকান্ত। অংশ নেবেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে। কিন্তু তা আর হচ্ছে না।
হাসপাতাল থেকে বাসায় ফিরে রাজনীতিতে না আসার কথা জানিয়েছেন রজনীকান্ত। অসুস্থতার কথা চিন্তা করেই রাজনীতি আসছেন না এ অভিনেতা। বিষয়টি স্পষ্ট। বলেছেন, ‘ঈশ্বর হুঁশিয়ার করেছেন, তাই রাজনীতিতে আসছি না।’
কিছুদিন আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয় অভিনেতার। উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ২৫ ডিসেম্বর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এ অভিনেতা। চিকিৎসা শেষে রোববার (২৭ ডিসেম্বর) বাড়ি ফিরেছেন তিনি।
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকায় বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন ডাক্তাররা। তবে এ অভিনেতাকে আরও সাতদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সবধরনের ফিজিক্যাল ও মেন্টাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকার কথা বলেছেন।
সবমিলিয়ে এ সময় রাজনীতি আসা উচিত বলে মনে করছেন না রজনীকান্ত। তিনি চান না তার ওপর ভরসা করে দলের কর্মীরা ‘বলির পাঠা’ হোক। তাই সিদ্ধান্ত বদল করেছেন প্রবণী এ অভিনেতা।
Tag: Entertainment
No comments: