সরকারের দেয়া
আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনার পরিস্থিতি। এমন অবস্থায় নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। করোনার তাণ্ডব ঠেকাতে এবার ১০০ জনের বেশি লোক সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জিম্বাবুয়ে। অফিস, আদালত, বাজার ও পর্যটনকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় দেশটিতে ক্রমেই বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। ফলে করোনর লাগাম টেনে ধরতে এবার এমন কঠোর পদক্ষেপ নিল আফ্রিকার দেশটি। খবর আল জাজিরার। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসভানগাগওয়া বলেন, ‘চলমান করোনার সংকটাবস্থায় যেকোন অনুষ্ঠানে ১শ’ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।’ এদিকে তিন বছর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুর পর অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। এমতাবস্থায় দেশটিতে করোনার হানায় কয়েক দফা কঠোর নির্দেশনা জারির পর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। দেশটির স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য বলছে, গত নভেম্বরে করোনার সবচেয়ে দাপট দেখতে শুরু করে জিম্বাবুয়ে। ওই মাসে গড়ে একশ’ জনের বেশি মানুষ আক্রান্ত হন। দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ১২৯ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭৭ জনের।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: