sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » অন্যরকম জন্মদিনের স্বাদ পেলেন রজনীকান্ত
অন্যরকম জন্মদিনের স্বাদ পেলেন রজনীকান্ত

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে নামের পাশে জুড়ে নিয়েছেন ‘থালাইভা’ খেতাব। শনিবার (১২ ডিসেম্বর) জনপ্রিয় এই অভিনেতার ৭০তম জন্মদিন ছিল। এবারের তার জন্মদিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করা হয়েছে। শুটিংয়ের জন্য জন্মদিনেই রজনী চার্টার্ড বিমানে চড়ে হায়দরাবাদে যাচ্ছিলেন, সঙ্গে দুই মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত ও নয়নতারাও ছিলেন। বিমানে ওঠার পরই অভিনেতাকে চমকে দিলেন ক্রুরা। তারা কেক কাটার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আর তখনই বিমানের মধ্যেই হইহই করে জন্মদিন উদযাপন করা হলো। আন্নাথে ফিল্মের শুটিংয়ের জন্য চার্টার্ড বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানে চড়ার পর তখনই টেক-অফ হয়নি। এর মধ্যেই সামনে এসে হাজির হয় সারপ্রাইজ। হ্যাপি বার্থ ডে গান গাইতে গাইতে হাতে বার্থ ডে কেক নিয়ে এসে সামনে হাজির হন বিমানের ক্রুরা। হাসিমুখে কেক কাটেন থালাইভা। জন্মদিনে এমন অপ্রত্যাশিত সুন্দর উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান সবাইকে। বিমানে রজনীর কেক কাটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে সেই ভিডিও ১০ হাজারেরও বেশি বার দেখা হয়ে গেছে। প্রায় ৯ মাস পর ১৫ ডিসেম্বর তার আপকামিং ফিল্ম আন্নাথের শুটিং শুরু হচ্ছে থালাইভার। শুটিং শুরুর দুদিন আগেই মেয়েকে নিয়ে হায়দরাবাদ চলে যান তিনি। ফিল্মের প্রযোজক সান পিকচার্স চেন্নাইয়ে বিমানে ওঠার সময়ে রজনীকান্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। রামোজি ফিল্ম সিটিতে এই ফিল্মের শুটিং হবে। চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের থালাইভা জানান, এই ফিল্মে তার আর ২৫ দিনের শুটিং বাকি রয়েছে। এই ফিল্ম মুক্তি পাওয়ার কথা ২০২১ সালে। সূত্র: এই সময়


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply