ট্রুডোর মান ভাঙাতে কানাডায় বাইডেন!
দায়িত্ব বুঝে পেয়েই প্রশাসনিক কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে ১৫টি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি। মার্কিনসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে অভিষেকের দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর।
দু’দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে দু'জনের ৩০ মিনিটের ফোনালাপ হয়। কানাডার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বাইডেনের। ট্রুডো জানান, 'আমরা অংশীদার এবং যুক্তরাষ্ট্রের মিত্র। গত চার বছরের চেয়ে এটি পরিবর্তনের লক্ষণ।'
এদিকে বিভিন্ন সূত্রে রয়টার্সের খবরে জানা গেছে, আগামী মাসে দুই নেতা বৈঠকে বসতে পারেন। তবে এটি স্পষ্ট নয়, এই বৈঠক ভার্চুয়ালি, নাকি মুখোমুখি হবে।
এ বিষয়ে টরেন্টো জানিয়েছে, প্রথম ফোনালাপে ট্রুডো-বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বারোপ করেছেন। বাইডেনের সঙ্গে আলোচনা নিয়ে ট্রুডোর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ কোভিড-১৯ মহামারি মোকাবিলা অগ্রাধিকার দিয়েছে। এ ছাড়া কোভিড ভ্যাকসিন সহযোগিতার বিষয়েও আলোচনা করেন বাইডেন-ট্রুডো।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানায়, দুই নেতা মার্কিন-কানাডা সম্পর্কের কৌশলগত গুরুত্বের বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের আমলে কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র-কানাডার তীক্ত সম্পর্কে ট্রুডোর অসন্তুষ্টির কথাও এসেছে।
Tag: English News world
No comments: