Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, সংঘর্ষ




রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, সংঘর্ষ

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে। রোববারও নাভালনির মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে অংশ নেন তার কয়েক হাজার সমর্থক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবি তোলেন তারা। এছাড়া শনিবারের আন্দোলনে দেশজুড়ে আটক করা তিন হাজারের বেশি সমর্থকের বিনা শর্তে মুক্তিরও দাবি তোলা হয় বিক্ষোভে। বিক্ষোভকারীরা বলেন, ‘দেশের নাগরিকরা কোন উন্নত জীবন কাটাতে পারছেন না। উন্নয়নের নামে যা হচ্ছে সবই সরকারের স্বার্থ উদ্ধারের জন্য। আমরা এই সরকার চাই না।’ কৃষ্ণসাগরের ধারে পুতিনের প্রাসাদ ঘিরে রোববারও অবস্থান নেন কয়েক হাজার আন্দোলনকারী। এসময় সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভ সরব হয়ে উঠলে তাদের দমন করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা চড়াও হয় নিরাপত্তা বাহিনীর ওপর। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের এক পর্যায়ে ব্যাপক ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী। শনিবার দেশজুড়ে যেকোন ধরণের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছিলো রাশিয়ার নিরাপত্তা বাহিনী। তারপর দিনও বিক্ষোভ মিছিল করে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিন আবারও দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন নাভালনির সমর্থকরা। এর আগে, গত বছর বিষ প্রয়োগ করা হয় পুতিনের কড়া সমালোচক বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনিকে। অভিযোগের তীর ছিল পুতিনের দিকেই। সংকটজনক অবস্থায় তীব্র আন্তর্জাতিক চাপের মুখে নাভালনিকে জার্মানিতে নিয়ে যেতে দেয় রুশ সরকার। সুস্থ হয়ে দেশে ফিরতেই তাকে বিমানবন্দরেই আটক করা হয়।। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান মস্কোর একটি আদালত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply