বরখাস্ত হলেন চেলসি কোচ
বরখাস্ত হলেন চেলসি কোচ
বরখাস্ত হলেন ইংলিশ ক্লাব চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
চেলসির সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। ইপিএলে ১৯ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। চেলসির অবস্থান টেবিলের ৯ম স্থানে। এফএ কাপে গতকাল লুটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও, এর আগে প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ জয়হীন চেলসি। যার মধ্যে চারটিতেই হেরেছে লন্ডনের ক্লাবটি।
গ্রীষ্মকালীন দল-বদলে প্রায় ৩০ কোটি ইউরো দিয়ে খেলোয়াড় কিনলেও, দলের মাঠের পারফরম্যান্সে আসছে না কোনো উন্নতি। তাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে চেলসি কর্তৃপক্ষ। ২০১৯ এর জুলাইয়ে চেলসির দায়িত্ব পান ল্যাম্পার্ড। তার অধীনে খেলা ৮৪ ম্যাচে ৪৪ জয় পেয়েছে ব্লুজ'রা। চেলসিতে ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হতে পারেন থমাস টাচেল।
গেল ডিসেম্বরে পিএসজির কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান ৪৭ বছর বয়সী এই জার্মান কোচ। পিএসজিতে আড়াই বছরে কোচ হিসেবে ৬টি ট্রফি জিতেছেন টাচেল।
Tag: English News games
No comments: