Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কিংবদন্তি শিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান মারা গেছেন




কিংবদন্তি শিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান মারা গেছেন

মৃণাল সেনের ভুবন সোম এ গানের মধ্যে দিয়ে হিন্দি সিনেমার প্লে-ব্যাকে প্রবেশ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই কিংবদন্তি শিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান মারা গেছেন। রোববার (১৭ জানুয়ারি) পদ্ম বিভূষণ সম্মানিত গুলাম মুস্তাফা নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপরই মৃত্যু হয় তার। শিল্পীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে তার পুত্রবধূ নম্রতা লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের স্তম্ভ, দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী পদ্ম বিভূষণ উস্তাদ গুলাম মুস্তাফা খান সাহেব মারা গেছেন’। ফেসবুক পেজে এই খবর জানিয়ে নম্রতা লিখেছেন, ‘এই ঘটনায় আমরা শোকস্তব্ধ। আর দু’মাস পরেই ৯০ পূরণ করার কথা ছিল তার। তেমন কোনও শারীরিক অসুস্থতাও ছিল না। হঠাৎই রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।’ ১৯৩১ সালের ৩ মার্চ উত্তর প্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন গুলাম মুস্তফা। রামপুর-সাহাশওয়ান ঘরানার কিংবদন্তি উস্তাদ আলি হুসেন খাঁ, কিংবা তার অন্যতম গুরু উস্তাদ নিসার হুসেন খাঁ র উত্তরসূরি যেমন ছিলেন এক দিকে, তেমনই গুলাম মুস্তাফার তালিম হয়েছে গ্বালিয়র ঘরানাতেও। তার দাদামশাই ছিলেন ইনায়েৎ হুসেন খাঁ। ইনায়েতের শ্বশুরমশাই উস্তাদ হদ্দু খাঁ ছিলেন গ্বালিয়র ঘরানার জনক। ফলে দুই ঘরানারই তালিম পেয়েছেন ছোট থেকে। বাবা উস্তাদ ওয়ারিস হুসেন খানের কাছেই সঙ্গীতের প্রাথমিক শিক্ষা। মা সাবরি বেগম ছিলেন উস্তাদ ইনায়ত হুসেন খানের কন্যা। শিল্পীর মৃত্যুর খবর শুনার পরই লতা মঙ্গেশকর, উস্তাদ আমজাদ আলি খান, এ আর রহমানের মতো সঙ্গীত জগতের বিশিষ্টজনরা শোক জানিয়েছেন। টুইটারে শিল্পীর ছবি শেয়ার করে লতা মঙ্গেশকর লিখেছেন, ‘উস্তাদ গুলাম মুস্তাফা খান আর নেই। শুনে খুবই দুঃখ হচ্ছে। উনি ভাল গায়ক তো ছিলেনই। তার সঙ্গে ভাল মানুষও ছিলেন’। পরে আরেকটি টুইট করে লতা জানান, ‘আমার ভাগ্নি খান সাহেবের কাছেই সঙ্গীত শিক্ষা নিয়েছে। আমি নিজেও একসময় উনার কাছ থেকে সঙ্গীত প্রশিক্ষণ নিয়েছি। উনার চলে যাওয়ায় সঙ্গীত জগতের বড় ক্ষতি হল। উনার প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। ভারতীয় সঙ্গীত জগতের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের অনেকেই উস্তাদ গুলাম মুস্তাফা খানের শিষ্য। আশা ভোঁসলে, মান্না দে, ওয়াহিদা রেহমান, রানু মুখোপাধ্যায়, গীতা দত্ত, হরিহরণ, শান, সোনু নিগম, আলিশা চিনয়, এমন কী ভাইপো রশিদ খানের মতো শিল্পী কখনও না কখনও সঙ্গীতের পাঠ নিয়েছেন তার কাছে। ১৯৫৭ সালে প্রথম মারাঠি ও গুজরাটি ছবির জন্য প্লে ব্যাক গান গেয়েছিলেন খান। তবে হিন্দিতে তার প্রথম গান মৃণাল সেনের ছবি ‘ভুবন সোম’ এ। বদনাম বস্তি ছবিতে তার গান ‘সজনা কাহে নাহি আয়ে’ কিংবা উমরাও জান ছবির গানে তিনি অমর হয়ে থাকবেন। ২০১৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্ম বিভূষণে সম্মানিত করা হয় তাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply