Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জাতীয় দলে ডাক পাওয়া তরুণদের কথা




জাতীয় দলে ডাক পাওয়া তরুণদের কথা

জাতীয় দলে সুযোগ পাওয়াটা স্বপ্নপূরণের মতো। তবে সেই স্বপ্নপূরণ করেই থেমে থাকতে চান না শরিফুল, মেহেদী, হাসান মাহমুদরা। জাতীয় দলে জায়গা ধরে রাখতে চেষ্টা করবেন নিজেদের সর্বোচ্চ দিয়ে। দলে একেবারে নতুন হলেও, সিনিয়রদের সমর্থন পাচ্ছেন শরিফুল। পেসার হওয়ায় নিজেকে ফিট রাখতে চান হাসান মাহমুদ। আর মেহেদীর লক্ষ্য জাতীয় দলের জন্য নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক সার্কিটে খেলবে টাইগাররা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও, এ সিরিজ নিয়ে আছে ব্যাপক আগ্রহ। তাই ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন এ নিয়েও হয়েছে দীর্ঘ আলোচনা। ভিশন-২০২৩ নিয়ে এগোচ্ছে বোর্ড। প্রত্যাশিত স্কোয়াডই দিয়েছেন নান্নু-বাশারের নির্বাচক প্যানেল। স্বাভাবিকভাবেই অভিজ্ঞদের সাথে রাখা হয়েছে তরুণদেরকে। শেখ মেহেদি-হাসান মাহমুদরা টি-২০ খেললেও, ওয়ানডেতে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। যদিও শরিফুলের জন্য জাতীয় দলের আবহ একেবারেই নতুন। লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর স্বপ্নপূরণের পথে অনেকটা এগিয়েছেন। ভালো করতেও প্রত্যয়ী তিন তরুণ তুর্কি। শরিফুল ইসলাম বলেন, যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন থেকেই সাকিব-মুশফিক-রিয়াদ-মোস্তাফিজদের সাথে খেলার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণ হয়েছে। চেষ্টা করবো তাদের সাথে খেলাটা কন্টিনিউ করতে। হাসান মাহমুদ বলেন, সবাইকে দেখে এত দূরে আসা। সিনিয়রদের দেখে অনুপ্রাণিত হই। অবশ্যই সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। শেখ মেহেদি বলেন, ম্যাচের বাইরে প্রেসার বলে কিছু নাই। যদি একাদশে সুযোগ হয় বেস্টটা দেবো। জাতীয় দলে জায়গা পেতে এখন হচ্ছে তুমুল প্রতিযোগিতা। পাইপলাইন যে কোনো সময়ের চেয়ে সমৃদ্ধ। তাই দলে টিকে থাকতে নিজেদের করণীয়টা ভালোই জানা তরুণদের। পাচ্ছেন সিনিয়রদের সমর্থনও। শরিফুল ইসলাম বলেন, ঘরোয়া লিগ ভালো খেলেছি। জাতীয় দলে সুযোগ পেলে সেই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো। যেটা করা দরকার সেটা সিনিয়ররা শিখাচ্ছে। অনুশীলন ভুল ধরিয়ে দিচ্ছে। হাসান মাহমুদ বলেন, যখন যেখানে যে ফরম্যাটে খেলবো সেরাটা দিবো। নিজেকে ফিট রাখবো। ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। সুযোগটা কাজে লাগানোটা দরকার। শেখ মেহেদি বলেন, বোলিং-ব্যাটিং দুটোই পারি। যেহেতু অলরাউন্ডার সেহেতু চেষ্টা থাকবে তিন ফরম্যাটে ভালো করার। আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply