Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর স্থিতিশীল সৌরভ




ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে অ্যানজিওপ্লাস্টি এবং একটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। Nagad Banner শনিবার দুপুরে বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। বিজ্ঞাপন বিজ্ঞাপন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গতকাল শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। শনিবার সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি জানান, ‘তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে এখন অবস্থা স্থিতিশীল।’ চিকিৎসকরা জানিয়েছে, সৌরভের এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওপ্লাস্টি এবং একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। আগামীকাল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে; বাকি দুটি ব্লকে স্টেন্ট বসানো হবে কি না। জানা গেছে, সৌরভের হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক পাওয়া যায়। এর মধ্যে একটি ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লক ছিল। সেখান থেকেই সমস্যা তৈরি হয়। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা। প্রয়োজনে তাকে মুম্বাইতে নিয়ে চিকিৎসা করানো হবে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকের ‘গোল্ডেন আওয়ারে’র মধ্যে হাসপাতালে পৌঁছনোয় বড় বিপদ থেকে বেঁচে গেছেন ‘মহারাজ’। হার্ট অ্যাটাকের পরবর্তী ছয় ঘণ্টা সময়কে চিকিৎসা বিজ্ঞানে গোল্ডেন আওয়ার বলা হয়। এই সময়ের মধ্যে চিকিৎসা নিতে না পারলে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকেন হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তি। সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন ভারতের রাজনীতিবিদরা। খবর শুনে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর জানতে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে ফোন করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়ার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি টুইট করে বলেন, ‘‌হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। উডল্যান্ডসের সিইও’র সঙ্গে কথা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ এছাড়াও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার সাবেক ও বর্তমান সহকর্মীসহ দেশ-বিদেশের বহু ক্রিকেটার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply