sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বেশি মদ খাবেন না, অনুরোধ শাহরুখের
বেশি মদ খাবেন না, অনুরোধ শাহরুখের

নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভিডিও প্রকাশের পর উচ্ছ্বসিত কিং খান ভক্তরা। ভিডিওতে দেখা গেছে, ব্ল্যাক নাইট স্যুটে শাহরুখ খান। তার বাম পাশে চিতার মূর্তি। ভিডিও শুরুতেই চুল ঠিক করেছেন, ধোয়া সরিয়েছেন এবং মশাও তাড়িয়েছেন শাহরুখ খান। খানিকটা হাস্যরস তৈরির চেষ্টাও করেছেন এ অভিনেতা। নতুন বছরকে স্বাগত জানিয়ে বলিউড বাদশা বলেন, ২০২০ খুব একটা বাজে বছর ছিল। এরকম একটা বছরে আশার আলো কিংবা পজিটিভিটি খুঁজে বের করা সত্যি কষ্টকর। আমার বিশ্বাস, যখন কেউ জীবনের সবচেয়ে নিচের অংশে দাঁড়িয়ে থাকে তার উপরে ওঠা ছাড়া আর কোনও কিছু করার থাকে না। ২০২০ সালে যা হয়েছে তা অতীত, আর ২০২১ আমাদের জন্য আরও বড়, আরও ভালো, আরও উজ্জ্বল এবং আরও সুন্দর হতে চলেছে। ইনশাআল্লাহ! শাহরুখ আরও বলেন, ২০২০ সাল আমাদের একটা জিনিস শিখিয়েছে। জীবনের আসল আনন্দ রয়েছে নিজেদের মানুষজনের সঙ্গেই। সত্যিকারের মানুষ, আপনাদের পরিবার, আপনাদের বন্ধু-বান্ধব, আপনাদের প্রিয়জন। ভিডিও শেষে দর্শকদের বেশি মদ না খাওয়ার অনুরোধ জানিয়েছেন কিং খান। উপদেশ দিয়ে তিনি বলেন, পার্টি করুন কিন্তু বেশি মদ খাবেন না। জামাকাপড় খুলে রাস্তায় দৌঁড়াবেন না। কারণ আপনাকে গ্রেফতার করা হতে পারে। এর থেকেও বেশি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি মোবাইল হারিয়ে ফেলেছেন। আর এটা আরও খারাপ হবে। অভিনয় কায়দায় শাহরুখের শুভেচ্ছা ভিডিও এখন নেট দুনিয়ায় ট্রেন্ডিং। এদিকে শাহরুখ ভক্তদের জন্য বিশাল সুখবর অপেক্ষা করছে। এ বছর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমাটি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply