sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপের সন্ধান
পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপের সন্ধান

নতুন ক্ষুদ্র সরীসৃপের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। তারা ধারণা করছেন, এখন পর্যন্ত এটি সবচেয়ে ছোট সরীসৃপ এবং এটি দেখতে অনেকটাই একটি বীজের সমান। বিবিসির একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রাণিজগতের অন্যতম একটি অংশ সরীসৃপ। এরা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত। উভচর ও পক্ষীকুলের মধ্যবর্তী স্থানে এদের অবস্থান। কুমির, সাপ, গিরগিটি, টিকটিকি হচ্ছে সরীসৃপ গোত্রের প্রাণী। সরীসৃপরা মূলত বুকে ভর দিয়ে চলে। সরীসৃপ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কুমির। কুমির মূলত মাংসাশী প্রজাতির সরীসৃপ। আর ছোট সরীসৃপের তালিকায় ছিল টিকটিকি। তবে এবার একদল বিজ্ঞানী মাদাগাস্কারে এমন এক ধরনের গিরগিটির সন্ধান পেয়েছেন যেটিকে বলা হচ্ছে সবচেয়ে ছোট সরীসৃপ। ছোট এই সরীসৃপটির আকার অনেকটাই একটি বীজের সমান। জার্মান-মাদাগাস্কারের যৌথ এই গবেষণা দলটি এই ধরনের এক জোড়া অতি ক্ষুদ্র গিরগিটির সন্ধান পেয়েছেন যার মধ্যে পুরুষ গিরগিটিটির দৈর্ঘ্য মাত্র ১৩ দশমিক ৫ মিলিমিটার। লেজসহ এটির মোট দৈর্ঘ্য সর্বসাকুল্যে মাত্র ২২ মিলিমিটার। অন্যদিকে লেজসহ স্ত্রী গিরগিটিটির দৈর্ঘ্য ২৯ মিলিমিটার। মাদাগাস্কারের উত্তরাঞ্চলীয় রেন ফরেস্ট থেকে গবেষক দল এই গিরগিটিকে উদ্ধার করেছে। তাদের মতে, নানা কারণে বিলুপ্ত হচ্ছে এই প্রজাতির গিরগিটি। হামবার্গের সেন্টার অব ন্যাচারাল হিস্ট্রির বিজ্ঞানী ওলিভার হউলিটসচেক বলেন, দুর্ভাগ্যবশত বনভূমি উজাড় হওয়ার কারণে হুমকির মুখে পড়ছে এই ধরনের অনেক প্রজাতির প্রাণী। তবে এখন ওই অঞ্চলটিকে সম্প্রতি সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়েছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply