sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সমর্থকদের উদ্দেশে রোনালদোর আবেগঘন বার্তা
সমর্থকদের উদ্দেশে রোনালদোর আবেগঘন বার্তা

৩৬তম জন্মদিন উদযাপন হয়ে গেল পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজের জন্মদিনে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই জাদুকর। এবার সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদো তার বার্তায় লিখেছেন- ৩৬ বছর! অবিশ্বাস্য। অথচ মনে হচ্ছে এইতো গতকালই শুরু করেছিলাম। সত্যি বলতে এই যাত্রাটা এত দিনে খুবই রোমাঞ্চকর আর স্মৃতিতে টইটুম্বুর হয়ে গেছে। এখনও মনে পরে আমার প্রথম বল, প্রথম দল কিংবা প্রথম গোলটি। স্রোতের মতোই সময় বয়ে যায়। মাদেইরো থেকে লিসবন, লিসবন থেকে ম্যানচেস্টার, ম্যানচেস্টার থেকে মাদ্রিদ, মাদ্রিদ থেকে তুরিনো। সবার জন্যই হৃদয়ের গভীরে প্রচণ্ড টান অনুভব করি। যেখানেই খেলেছি, নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। কখনোই নিজেকে ক্লান্ত মনে করিনি। সত্যি বলছি, এই দীর্ঘ পথচলায় সামনে পেয়েছি আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শর্তহীন সমর্থন। তবে আপনাদের ভালোবাসার সম্পূর্ণ প্রতিদান আমি এখনও দিতে পারিনি। নিশ্চিত করছি আপনাদের ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। বয়সটা ৩৬ হলেও আমার পেশাদার ক্যারিয়ারের বয়স ২০ বছর। আমি আপনাদের কথা দিতে পারছি না আরও ২০ বছর খেলে যাব। তবে এটা কথা দিচ্ছি যত দিন আমার পক্ষে সম্ভব আমি লড়ে যাব এবং নিজের শতভাগ উজাড় করেই দেব। শেষ করার আগে আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাতে চাই জন্মদিনে চমৎকার সব বার্তার জন্য। আপনাদের ভালোবাসা আমার কাছে অবশ্যই বিশেষ কিছু। তাইতো আমার মনের নিভৃত স্থানেই তা যত্ন করে রাখলাম।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply