Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের প্রথম নারী হিসেবে মিতালি রাজের অনন্য রেকর্ড




ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ। ছবি : সংগৃহীত ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশটির বর্তমান অধিনায়ক মিতালি। আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড ছুঁলেন মিতালি। প্রোটিয়াদের মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে নাম লেখান তিনি। অবশ্য মাইলফলক ছোঁয়ার ইনিংসটি বড় করতে পারেননি ভারতীয় অধিনায়ক। ১০ হাজার রান ছোয়ার পর বোসখকের ফুল টসের বল মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৫০ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৬ রান করেন ভারতীয় অধিনায়ক। মিতালির আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক কেবল একজন স্পর্শ করেছেন। ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছা প্রথম নারী হলেন ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডস। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে করেছেন ১০২০৭ রান। তবে ওয়ানডে ক্রিকেটে মিতালিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। ইতিমধ্যেই ওয়ানডেতে ৬ হাজারেরও বেশি রান করেছেন মিতালি। যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরি। এ ছাড়া টি- টোয়েন্টিতে ২ হাজার ৩৬৪ এবং টেস্টে ৬৬৩ রান করেছেন মিতালি। এর আগে নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন মিতালি। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ওয়ানডেতে ২১২টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া টেস্টে ১০টি ম্যাচ এবং ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন। মিতালির মাইলফলক ছোঁয়ার দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে পাঁচ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে ভারতীয় নারীরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply