২৪ ঘণ্টায় যুক্তরাজ্য ফেরত ৬৯ জন কোয়ারেন্টাইনে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি ফ্লাইটে দেশে আসা ৬৯ জন যুক্তরাজ্য ফেরত যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এসব যাত্রী শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। তাদের প্রত্যেককে বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখতে সরকার নির্ধারিত রাজধানীর বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্র এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত বছর ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছর ১২ মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্য ফেরত মোট দুই হাজার ৭৬৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো। করোনার শুরু থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট পাঁচ হাজার ৫৫৮ জন দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ৬৯ জনকে আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ৬৯ জনের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটে ৫ জন, কিউআর-৬৪০ ফ্লাইটে ১৯ জন, বিজি-২০২ ফ্লাইটে ২৫ জন, থ্রিএল-০৬৩ ফ্লাইটে একজন, ইওয়াই-২৩০ ফ্লাইটে ছয়জন, কিউআর-৬৩৮ ফ্লাইটে পাঁচজন এবং টিকে-৭১২ ফ্লাইটের ৮ জন রয়েছেন।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: