Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল তিনজনের




সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল তিনজনের সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বড়হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের লাশ নিয়ে যাচ্ছে স্বজনরা।

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চণ্ডীদাসগাতি বাজার এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোটরসাইকেলচালক আতিক, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোটরসাইকেলের আরোহী সোহাগ এবং সদর উপজেলার চণ্ডীদাসগাতি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। তিনি উপজেলার বড়হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন মাস্টার। এ সময় বালুবাহী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী সোহাগ। আহত হন মোটরসাইকেলচালক আতিক। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চালক আতিককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply