sponsor

sponsor


Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » YAAS মোকাবিলায় চন্ডীপুরের মানুষের পাশে Soham Chakraborty
বিধানসভা এলাকায় ঝড় মোকাবিলায় জোরকদমে প্রস্তুতি সোহমের U নিজস্ব প্রতিবেদন: করোনার মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। ধেয়ে আসছে ইয়াস (YAAS)। মোকাবিলায় যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছেন প্রত্যেকে। এই অবস্থায় নিজের বিধানসভা এলাকার মানুষের সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক পদে জিতেছেন তিনি। এলাকা পরিদর্শন থেকে গ্রামবাসীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ঝড়ের তান্ডব সামলাতে আগাম ব্যবস্থা নিতে দেখা গেল তাঁকে। 'ইয়াস'-এ কলকাতা ও পার্শ্ববর্তী স্থানে ঝড়ের দাপট তেমন না হলেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু দীঘা ও বালাসোরের মাঝে ল্যান্ডফল হওয়ায় ঝড়ের তান্ডব চলবে পূর্ব মেদিনীপুরে। তাই নিজের বিধানসভা এলাকায় ঝড় মোকাবিলায় জোরকদমে মাঠে নেমে অভিযান চালাচ্ছেন সোহম। এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম। এর আগেও বিধানসভা এলাকার ভগবানপুর, চণ্ডীপুর ব্লক পরিদর্শন করেন তিনি। প্রশাসনিক কর্তা, পুলিস আধিকারিক ও সাধারণ মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ করে রেখে চলেছেন। আতঙ্কিত না হয়ে সকলকে একযোগে দুর্যোগ মোকাবিলার বার্তা দিয়েছেন সোহম।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply