১২১ মিনিটের গোলে ইউক্রেনের ইতিহাস
ইউরোর নকআউটের শেষ ম্যাচে সুইডেনকে ১২১ মিনিটের গোলে হারিয়ে ইতিহাস গড়লো ইউক্রেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে আর্তেম ডভবিকের গোলে ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইউক্রেন।
ম্যাচে ২৭ মিনিটে ডান দিক থেকে ইয়ারমোলেঙ্কোর ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাকি দিয়ে পৌছায় ওলাক্সান্ডার জিনচেঙ্কো কাছে। সুযোগ মিস করেননি তিনি। লিড নেয় ইউক্রেন। তবে ম্যাচের ৪৩ মিনিটে এমিল ফর্সবার্গের কল্যাণে বিরতির আগেই সমতা ফেরায় সুইডেন।
এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি ৩০ মিনিট সময়েও গোল না হলে শেষে দিকে ১২০ মিনিট পর আরও ৩ মিনিট সময় দেয় রেফারি। ওই ৩ মিনিটের শুরুতেই অর্থাৎ ১২১ মিনিটের মাথায় ইউক্রেনের খেলোয়াড় জিনচেঙ্কোর মাপা ক্রসে হেড করতে ভুল করেননি ডভবিক। জালে বল জড়াতেই জয়ের আনন্দে মেতে ওঠে ইউক্রেন। এতে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌছে যায় ইউক্রেন।
আগামী শনিবার রোমে শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
Tag: English News games world
No comments: