পুরোপুরি শাটডাউন করা সম্ভব নয়: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সব একসঙ্গে বন্ধ করা যাবে না। সবকিছু বিবেচনা নেওয়ার কারণেই পুরোপুরি শাটডাউন করা সম্ভব হয় না। বুধবার (৩০ জুন) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু বিবেচনা নেওয়ার কারণেই পুরোপুরি শাটডাউন করা সম্ভব হয় না। সব একসঙ্গে বন্ধ করা যাবে না। কঠোরতা আরোপ করতে চাই। জনগণের সহযোগিতা প্রয়োজন। প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বের না হয়।
এর আগে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
'কঠোর লকডাউন' বাস্তবায়ন করতে বৃহস্পতবিার থেকেই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা মাঠে থাকবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
Tag: English News lid news national
No comments: