Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ক্ষমতায় থাকতে মরিয়া নেতানিয়াহু




ক্ষমতায় থাকতে মরিয়া নেতানিয়াহু

ক্ষমতায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তার দাবি, জোট সরকার দেশের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠন প্রক্রিয়া হবে অত্যন্ত কঠিন। এদিকে নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকবেন কি-না, সে ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন সাধারণ ইসরায়েলিরা। দীর্ঘ ১২ বছর পর পরিবর্তনের আভাস ইসরায়েলের মসনদে। প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট দেশটির বিরোধী দলগুলো। নেতানিয়াহুকে হটিয়ে ক্ষমতা জয়ের পথে দেশটির বিরোধী নেতা নাফতালি বেনেট। আচমকা এমন রাজনৈতিক পটপরিবর্তনের সম্ভাবনায় সাধারণ ইসরায়েলিদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেতানিয়াহুর বিদায়ের সম্ভাবনাকে অনেকে স্বাগত জানিয়ে দেশটির অনেক নাগরিক বলছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছাড়লে তা হবে ইসরায়েলর জন্য মঙ্গল। আমার বিশ্বাস নতুন প্রধানমন্ত্রী ইসরাইলকে ঐক্যবন্ধ করতে সক্ষম হবেন। আসলে আমাদের এখন পরিবর্তন দরকার। আবার নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী পরিবর্তনের বিরোধিতা করছেন অনেকেই। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে অবশ্যই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। যদি সত্যিই বেনেট ক্ষমতা গ্রহণ করে, তাহলে ভবিষ্যত কি হবে তা আমাদের সবার অজানা। বিশ্লেষকরা বলছেন, অত্যন্ত জটিল হবে নতুন সরকার গঠন প্রক্রিয়া। বিরোধীদলগুলোর মধ্যে অনেক বেশি বিভেদ থাকার জন্যই ঐক্য সরকার গঠন কঠিন হবে বলে ধারণা তাদের। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ড. আসাফ সাপিরা বলেন, বিরোধী দলগুলোর সমন্বয়ে একটি ঐক্য সরকার গঠন এ মুহূর্তে খুব সহজে করা সম্ভব হবে না। কারণ দলগুলোর মধ্যে আদর্শগত কোন মিল নেই। মূলত তারা নেতানিয়াহুর বিরোধিতা করতেই একজোট হয়েছে। নতুন সরকার গঠিত হলেও তা কতটুকু স্থায়ী হবে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এদিকে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার (৩১ মে) মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন, বিরোধী দলগুলো যদি একজোট হয়ে সরকার গঠন করে, তাহলে তা হবে ইসরায়েলর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এসময় নিজের ইরানবিরোধী নীতির কথাও তুলে ধরেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply