মগবাজারে ‘রহস্যজনক’ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, সাতজন নিহত
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি বিস্ফোরণে সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক। তাদের অনেকেই অগ্নিদগ্ধ ও আশঙ্কাজনক। তবে এই বিস্ফোরণ ঘিরে ‘রহস্য’ তৈরি হয়েছে। বিস্ফোরণ কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক ট্রান্সফর্মার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা যাচ্ছে। নাশকতার বিষয়েও কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা-নীরিক্ষা না করে কিছুই বলা যাবে না। আজ রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ওয়ারলেস গেটের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আড়ং ভবনের পাশে ৮৯ নম্বর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা ইউএনবি। তিনি ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া রাত সাড়ে ১০টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সব মিলিয়ে অর্ধশতাধিক আহতকে এখানে নিয়ে আসা হয়েছে। সব হিসাব এখনো পাইনি। ধীরে ধীরে জানাতে পারব। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন রাত সোয়া ১০টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের এখানে দুজন মারা গেছেন। ১৬-১৭ জনকে আমরা হাত-পা ভাঙা অবস্থায় জরুরি বিভাগে পাঠিয়েছি। এখানে এখন তিনজন ভর্তি আছেন। তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত আমরা ধরি, কারো শরীরের ৭০ ভাগ পুড়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়।’ তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিকট শব্দে কেঁপে উঠে এলাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মগবাজারে হঠাৎ করেই বিস্ফোরণে কেঁপে ওঠে বিশাল এলাকা। ‘রহস্যজনক’ ওই বিস্ফোরণে একটি বহুতল ভবনের একতলার ছাদ ও আশপাশের বহু ভবন ও রাস্তায় জ্যামে আটকেপড়া গাড়ির কাঁচ ধসে পড়েছে। কোনোকিছু বুঝে ওঠার আগেই ভবনের দেয়াল, ছাদ, জানালা ও রাস্তায় জ্যামে আটকেপড়া গাড়ির কাঁচ তুলার মতো ছড়িয়ে পড়ে। ভয় আর আতঙ্ক তাড়া করে আশপাশের মানুষকে। আচমকা এই বিস্ফোরণে হতভম্ব মানুষ যখন সম্বিত ফিরে পায় তখন দেখে আহত মানুষ আর ধ্বংসলীলা। আহতদের উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতাল ও ঢাকা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছোপ ছোপ রক্তের দাগ আর টুকরো টুকরো কাঁচে ভরে গেছে পুরো এলাকা। কীভাবে, কোথা থেকে বিস্ফোরণের এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল: তা নিশ্চিত হতে পারেনি প্রত্যক্ষদর্শীরা। শুধু বলতে পারছে, কেঁপে উঠেছিল ভবন আর আবাসস্থল। রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় আড়ং ভবনের পাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে। ছবি : ফোকাস বাংলা প্রথমে ধারণা করা হয়েছিল, এসি অথবা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি ঠিক কী কারণে এত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে, এর আগে এত বড় বিস্ফোরণের ঘটনা তাদের জীবনে দেখেনি। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন রাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
national
» মগবাজারে ‘রহস্যজনক’ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, সাতজন নিহত
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: