অর্থাভাবে আত্মহত্যার কথাও ভেবেছিলেন সুব্রত, অভিনেতাকে সাহায্য করল ফেডারেশন
টলি-পাড়ার অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়।
টলি-পাড়ার অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়।
আর্থিক অনটনে টলি-পাড়ার অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বালির বাসিন্দা ৬০ বছরের সেই অভিনেতা গত ছ’মাস একটিও কাজ পাননি। স্ত্রীর সঙ্গে সংসার। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তবুও দু’জনের সংসার চালানোর সামর্থ্যও নেই সুব্রতর। ২০০৬-এ তিনি অভিনয় জগতে পা রেখেছেন। করোনার অতিমারির আগে এমন অবস্থা কোনও দিন হয়নি তাঁর। অর্থাভাবের কারণে এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছে সুব্রতর।
খবর পেয়েই সাহায্যের হাত বাড়াল ফেডারেশন। সুব্রতকে ১০ হাজার টাকা পাঠানো হয়েছে মঙ্গলবার সকালে। আপ্লুত সুব্রত নিজের ফেসবুকে সেই তথ্য দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সম্পাদক অপর্ণা ঘটককে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘ফেডারেশন, কঠিন সময়ে আপনাদের পাশে পেয়েছি। জীবনেও এই ঋণ ভুলব না।’
Tag: Entertainment
No comments: