কেজিএফ চ্যাপটার টু ছবির গান ৭ কোটি রুপিতে বিক্রি
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় তারকা যশ অভিনীত বহুল আলোচিত ছবি 'কেজিএফ'। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল এ ছবিটির প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি আসছে।
এ বছরে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে অন্যতম একটি 'কেজিএফ চ্যাপটার টু'।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, ছবিটির দক্ষিণের ভাষার গানগুলো কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত ইউটিউব প্লাটফর্ম টি-সিরিজ এবং লাহাড়ি মিউজিক। তাদের কাছে ৭.২ কোটি রুপিতে বিক্রয় করা হচ্ছে 'কেজিএফ ২- অডিও সত্ত্ব।
খবরে আরও বলা হয়, এখন অনেক প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্র তৈরি হচ্ছে। তবে সেখানে খুব কম নামই রয়েছে যারা যশের মতো আঞ্চলিক সীমানা অতিক্রম করেছেন।
যশের মতো সুপারস্টারদের জন্য নির্মাতা থেকে শুরু করে বিতরণকারী এবং সঙ্গীত লেবেলগুলোর কাছেও চাহিদা থাকে আকাশ ছোঁয়া৷ এখন অব্দি দক্ষিণের গানগুলোর অডিও সত্ত্ব বিক্রি করা হয়েছে।
ছবির অন্য ভাষার গানগুলো নিয়ে এখনো কোনো কথাবার্তা হয়নি। দক্ষিণের ভাষার গানগুলোতে এমন সাফল্য পাওয়াকে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করছে 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির টিম।
Tag: Entertainment
No comments: