বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। একই সঙ্গে ওয়ার্ড ও আইসোলেশনে রোগী ভর্তি আছে ২৮৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ।
সোমবার (২৬ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিয়ার ল্যাবে সংগৃহীত ১৯০ জনের নমুনার মধ্যে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ। বরিশাল শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৪৭ জন। এদের মধ্যে ২৪ জন করোনা পজেটিভ।
Tag: English News lid news national
No comments: