রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ১২, নাটোরের ২ জন, নওগাঁ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে মারা গিয়েছেন।
সোমবার (২৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এনিয়ে রামেক হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৫৬ তম দিনে মোট ৮১৬ জনের মৃত্যু হলো।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৪৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৭৮%। এছাড়াও রামেক হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৯৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন
Tag: English News lid news national
No comments: