যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপন
নানা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপন
নানা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাই স্কুল মাঠে।
এদিকে, ঈদ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেশিরভাগ মুসলিম দেশসহ বিশ্বের পঞ্চাশ কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দিতে পেরে যুক্তরাষ্ট্রের জনগণ গর্বিত।
নিউইয়র্কে ঈদের নামাজ পড়তে সকাল থেকেই প্রবাসী মুসল্লিদের গন্তব্য ছিল বিভিন্ন মসজিদ ও খোলা মাঠ। দলে দলে আসতে থাকেন তারা। মুসলিমদের সাথে একাত্ব হতে আসেন মূলধারার রাজনীতিবিদরাও। উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় এরিক অ্যাডামসও।
জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠের এই জামাতে ইমামতি করেন আবু জাফর বেগ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরাও আদায় করেন ঈদের নামাজ।
ঈদের জামাতে মুসলিম উম্মার শান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
Tag: world
No comments: