পবিত্র আল আকসায় লাখ ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়
যথাযোগ্য মর্যাদায় কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
পবিত্র আল আকসায় লাখ ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়
যথাযোগ্য মর্যাদায় কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদেও ঈদের নামাজ আদায় করেছেন লাখ খানেক মুসল্লি। ঈদ উদযাপন করছেন ফ্রান্স, জার্মানি ও আয়ায়ল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরাও।
স্থানীয় সময় বৃহস্পতিবার জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদুল আহজার নামাজে শরিক হন এক লাখের মতো মুসল্লি। পবিত্র এই প্রাঙ্গণ ঘিরে ইসরাইলি বাহিনীর চোখ রাঙানি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা হাতে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাদের।
ত্যাগের মহিমায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন কুয়েতের মুসলিমরা। মাহামারির কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন তারা। দেশটিতে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির গ্রান্ড মসজিদ আল কাবিরে। ঈদের জামাত আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
আয়ারল্যান্ডে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন দেশটিতে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লিরা। ৫০ জন করে নামাজ আদায় করার কারণে জামাতের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা যায়।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি ফ্রান্সেও পবিত্র ঈদ উল আযহা উদযাপন করা হচ্ছে। বাংলাদেশি কমিউনিটি পরিচালিত একাধিক ঈদ জামাতে অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
No comments: