Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বাইডেনের সাথে বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার বৈঠক




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাথে বৈঠক করেছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সুভেতলানা টিখানভোস্কায়ার। বুধবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক টুইট বার্তায় বাইডেন বলেন, ‘আজ সকালে হোয়াইট হাউসে টিখানভোস্কায়ার সাথে বৈঠক করে আমি গর্বিত। যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং সার্বজনীন মানবাধিকারের সন্ধানে থাকা বেলারুশের জনগণের পাশে রয়েছে।’ এদিকে বাইডেনের সাথে সাক্ষাৎকে দেশের জনগণের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন টিখানভোস্কায়া। তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশটি আমাদের সাথে আছে এই বৈঠক তারই বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, বৈঠকে সহিংসতা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংলাপ শুরুর বিষয়ে বেলারুশ সরকারকে চাপে রাখতে আমরা বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছি। বিশ্ব আমাদের সাথে রয়েছে। বেলারুশ একটি সফলতার গল্প হবে বলে উল্লেখ করেন টিখানভোস্কায়া। প্রায় তিন দশক ধরে বেলারুশ শাসন করা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসার পাঁয়তারা করলে ২০২০ সালের আগস্টে দেশটিতে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। তখন টিখানভোস্কায়া একজন সাধারণ গুহবধূ। কিন্তু আটক থাকা স্বামীর পরিবর্তে তিনি নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারলেও কারচুপির অভিযোগ তুলে আলেকজান্ডার লুকাশেংকো। কারচুপির কারণ দেখিয়ে ক্ষমতাসীন লুকাশেংকো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এরপর বেলারুশ সরকার বিরোধীদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে। সরকারের দমন পীড়নের এক পর্যায়ে টিখানভোস্কায়া নির্বাসনে যেতে বাধ্য হন। বর্তমানে তিনি লিথুনিয়ায় বসাবস করছেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বেলারুশের বিভিন্ন কোম্পানী ও কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply