Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » স্ত্রীর বোরকা পরে ফ্লাইটে উঠে ধরা বিমানযাত্রী




নিজের স্ত্রীর ছদ্মবেশ ধারণ করে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে উঠেছেন করোনা পজিটিভ হওয়া এক ইন্দোনেশীয়। যদিও মাঝ-আকাশেই তিনি ধরা পড়ে গেছেন। স্ত্রীর বোরকা পরে ফ্লাইটে উঠে ধরা বিমানযাত্রী বিবিসির খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির নামের আদ্যাক্ষর ডিডব্লিউ বলে শনাক্ত করা হয়েছে। তিনি তার স্ত্রীর বোরকা পরে চোখ-মুখ ঢেকে বিমানে উঠেছেন। এছাড়া তিনি স্ত্রীর পাসপোর্ট ও করোনার নেগেটিভ রেজাল্টও সঙ্গে নিয়ে এসেছিলেন। ফ্লাইটের মাঝপথে তিনি যদি পোশাক পরিবর্তন না করতেন, তবে কোনোভাবেই ধরা পড়তেন না। কিন্তু পোশাক বদলের পরেই তা বিমানবালাদের নজরে আসে। সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, বিমান অবতরণের পরেই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ এলে তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কোয়ারেন্টিনের সময় শেষ হলেই তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঈদুল আজহার ছুটিতে অধিকাংশ এয়ারলাইনসে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটি দ্রুত গতিতে এশিয়ার কেন্দ্রস্থলে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে দিনে গড়ে প্রায় ৫০ হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা রোগীদের ঢলে হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা। অক্সিজেনসহ চিকিৎসা সংকটে পড়েছেন রোগীরা। ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ত্রিশ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার মারা গেছেন। একদিকে টিকাদান কর্মসূচির ধীরগতি, অন্যদিকে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট—সব মিলিয়ে ব্যাপক বিপর্যয়ের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply