টোকিও অলিম্পিক: ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলবেন না জুডো তারকা
ইসরায়েলি প্রতিযোগীর সঙ্গে লড়বেন না বলে টোকিও অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার এক জুডো তারকা।
টোকিও অলিম্পিক: ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলবেন না জুডো তারকা
তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রতিযোগিতা থেকে আমার নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে। আমরা একজন ইসরায়েলি প্রতিদ্বন্দ্বী পেয়েছি। যে কারণে আমরা প্রতিযোগিতা থেকে সরে যাচ্ছি।
টোকিও অলিম্পিকে আলজেরীয় ফাতহি নওরিনকে লড়তে হতো ইসরায়েলি তোহার বুটবলের বিরুদ্ধে। এ আলজেরীয় জুডো তারকা বলেন, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না। আমরা আমাদের হাতকে কলঙ্কিত করতে চাই না।
ফাতহি নওরিনের কোচ আমর বনিখালেফ বলেন, আলজেরীয়দের ভাগ্য খারাপ যে তাদের সরে দাঁড়াতে হচ্ছে। আমরা একজন ইসরায়েলি প্রতিদ্বন্দ্বী পেয়েছি। যে কারণে প্রতিযোগিতায় অংশ নিতে পারলাম না। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে ২০১৯ সালের জাপানের জুডো চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এ আলজেলীয় ক্রীড়াবিদ। তখনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসরায়েলি তোহার বুটবল।
করোনা মহামারির কারণে এক বছরের বিলম্বের পর ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের টোকিও অলিম্পিক। এ নিয়ে জাপানের নাগরিকদের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে। ক্রীড়াবিদ, সাংবাদিক ও কর্মকর্তারাসহ ৮৫ হাজার লোক টোকিওতে শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হবেন।
কাজেই আগের সব অলিম্পিক থেকে এবারেরটি সম্পূর্ণ ভিন্ন হবে বলেই ধারণা করা হচ্ছে। আগামী দুসপ্তাহে ২০৭টি দেশ থেকে এগারো হাজার ৩০০ ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
Tag: English News world
No comments: