মডার্নার টিকাদানের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া, অব্যবস্থাপনার অভিযোগ
রাজধানীসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা প্রয়োগের দ্বিতীয় দিনেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকা নিতে বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই টিকাকেন্দ্রে মানুষের ঢল নামে। তবে আজও কোনো কোনো কেন্দ্রে পাওয়া গেছে অব্যবস্থাপনা আর অনিয়মের অভিযোগ।
মডার্নার টিকাদানের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া, অব্যবস্থাপনার অভিযোগ
টিকা নিতে যাওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও নির্দিষ্ট ডোজ শেষ হওয়ার অজুহাতে টিকা দেওয়া হয়নি।
এ ছাড়া মানুষের চাপে টিকাদান কর্মসূচিতে সামাজিক দূরত্বও রক্ষার উপায় নেই বলেও অভিযোগ করেন কেউ কেউ। তাদের দাবি এতে সংক্রমণ বাড়তে পারে। তবে যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে ছিল স্বস্তির ছাপ।
এর আগে গত মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় গণহারে মার্কিন প্রতিষ্ঠান মডার্নার কোভিড-১৯ টিকাদান শুরু হয়।
সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, রাজধানী ঢাকাসহ দেশের ১০ সিটি করপোরেশন এলাকায় টিকা প্রদানের প্রথম দিনেই ২৬ হাজার ৬৯০ মানুষ টিকা নিয়েছেন।
টিকাগ্রহীতাদের মধ্যে ১৬ হাজার ৮৩ জন পুরুষ, আর ১০ হাজার ৬০৭ জন নারী।
প্রথম দিন প্রয়োগ হওয়া মডার্নার ডোজের ৪০ শতাংশই দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে। বাকি ৬০ শতাংশ টিকা নিয়েছেন দেশের অন্য ১০ সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার দুই সিটিতে মডার্নার টিকা নিয়েছেন ১০ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ৬ হাজার ৪১৭ জন পুরুষ ও ৪ হাজার ২১৪ জন নারী।
বন্দরনগরী চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে ৬ হাজার ৫৪ জনের দেহে। যাদের ৩ হাজার ৮৪৭ জন পুরুষ ও ২ হাজার ২০৭ জন নারী।
অন্য সিটি করপোরেশনগুলোর মধ্যে খুলনায় ২ হাজার ৩৩৪ জন, সিলেটে এক হাজার ৬৬৩ জন, ময়মনসিংহ ও রংপুরে এক হাজার ৪৪০ জন করে, রাজশাহীতে এক হাজার জন মডার্নার টিকা নিয়েছেন।
তবে তিন সিটি করপোরেশনে প্রয়োগ হয়েছে এক হাজারেরও কম ডোজ টিকা। এর মধ্যে বরিশালে ৬৭০ জন, গাজীপুরে ৪৮০ এবং নারায়ণগঞ্জে ৩৫৮ জন মডার্নার টিকা নিয়েছেন।
প্রসঙ্গত, রাজধানীসহ দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে, জেলা-উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা।
Tag: English News lid news national
No comments: