কৃষি আইন বাতিলের দাবিতে Jantar Mantar-এ কৃষক বিক্ষোভ, নিরাপত্তার চাদরে ঢাকল Delhi
পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সজাগ প্রশাসন।
|
কৃষি আইন বাতিলের দাবিতে Jantar Mantar-এ কৃষক বিক্ষোভ, নিরাপত্তার চাদরে ঢাকল Delhi
নিজস্ব প্রতিবেদন: তিন কৃষি আইন বালিতের দাবিতে আজ যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। সরকারের উপর চাপ বাড়াতে সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে প্রতিবাদের ঝড় তুলবে কৃষক সংগঠনগুলো। অন্যদিকে বিক্ষোভ প্রতিহত করতে উদ্যোগী সরকারও। কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
কৃষক সংগঠনগুলোকে যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিয়েছে দিল্লি সরকার। যদিও করোনাবিধি মেনে সেই বিক্ষোভ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক বিক্ষোভ থেকে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখছে দিল্লি পুলিস। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিসের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি জশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা পোক্ট করা হয়েছে। টিকরি, সিঙ্ঘু সীমানায় চলছে কড়া নজরদারি
Tag: English News world
No comments: