নেটিজেনদের উদ্দেশ্যে Nusrat-র পোস্ট! পাল্টা কটাক্ষ 'প্রাক্তন' Nikhil-র?
সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আক্রমণের মুখে নেটিজেনদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন সাংসদ, অভিনেত্রী।
নেটিজেনদের উদ্দেশ্যে Nusrat-র পোস্ট! পাল্টা কটাক্ষ 'প্রাক্তন' Nikhil-র?
নিজস্ব প্রতিবেদন : পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা, এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নুসরত (Nusrat Jahan)। নেটিজেনদের উদ্দেশ্য করে ক্যাপশানে লেখেন, ''মানুষের উপর কিছুটা সার দিলাম, যাতে তাঁরা বেড়ে ওঠে।'' তাঁর পোস্ট পড়েই বেশ বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আক্রমণের মুখে নেটিজেনদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন সাংসদ, অভিনেত্রী।
নুসরতের (Nusrat Jahan) এমন পোস্টের কিছুক্ষণের মধ্যেই তাঁকে পাল্টা আক্রমণ করা শুরু করেন কিছু নেটিজেন। যদিও সে আক্রমণ অনেকক্ষেত্রেই শালীনতা ছাড়ায়। তবে এবার কি এবার আক্রমণ এল খোদ 'প্রাক্তন' নিখিল জৈনের (Nikhil Jain) কাছ থেকেই? নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। নুসরতের পোস্টের কিছুক্ষণ পরেই নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লেখেন, ''আগে নিজের মাথাকে কিছুটা খাবার দাও, আর নিজের আত্মার বিকাশ ঘটাও।''
Tag: Entertainment
No comments: