SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতীয় সুপ্রিম কোর্টে তিন মহিলা বিচারপতির শপথ তৈরি করল নতুন ইতিহাস
শপথ নিলেন মোট ৯ নতুন বিচারপতি, যার মধ্যে তিন জনই মহিলা। নিজস্ব প্রতিবেদন: দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে একসঙ্গে শপথ নিলেন তিন মহিলা বিচারপতি। যাঁদের মধ্যে একজনের আগামি দিনে দেশের প্রথম মহিলা বিচারপতি হওয়ার সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ করলেন ৯ নতুন বিচারপতি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক নজির তৈরি হল। এই প্রথমবার একসঙ্গে ৯ জন বিচারপতি শপথ নিলেন। এ দিন দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে একসঙ্গে শপথ নিলেন তিন মহিলা বিচারপতিও। আগামি দিনে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করতে পারেন এঁদেরই মধ্যে কোনও একজন। আর এ দিন শপথ নিয়েছেন বিচারপতি হিমা কোহলি, বিচারপতি বিভি নাগারত্ন, ও বিচারপতি বেলা এম ত্রিবেদী। এই তিন জন শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির সংখ্যা দাঁড়াল ৪ জন। আর এই প্রথম সুপ্রিম কোর্টে চারজন মহিলা বিচারপতি। তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli)। চলতি বছরের জানুয়ারিতে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকবেন তিনি। বিচারপতি বি ভি নাগারত্ন (Justice B V Nagarathna)এতদিন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনিই ২০২৭-এর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। সেটা ঘটলে তাঁর হাত ধরে ইতিহাস সৃষ্টি হবে দেশে। এঁদের পাশাপাশি এ দিন শপথ নিয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী (Justice Bela M Trivedi)। সুপ্রিম কোর্টে তাঁর মেয়াদ শেষ হবে ২০২৫-এর ১০ জুন। প্রসঙ্গত, এ দিন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রমনের উপস্থিতিতে শপথ নেন ওই ন'জন বিচারপতি। এর আগে কখনও এ ভাবে নতুন বিচারপতিরা একসঙ্গে শপথ নেননি। এ দিন ৯ বিচারপতি শপথ নেওয়ায় সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৩। মোট ৩৪ বিচারপতির পদ রয়েছে দেশের শীর্ষ আদালতে। সেই হিসেবে এখনও একটি পদ খালি থাকল।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply