SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হিজাব পরায় মুসলিম নারীর মুখে থুথু!
হিজাব পরিধান করায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হিজাব পরায় এক মুসলিম নারীকে আক্রমণের ঘটনা ঘটেছে। হিজাব পরায় মুসলিম নারীর মুখে থুথু! তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সী জানায়, ভিয়েনায় একটি বাসে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। আনাদুলু এজেন্সী জানায়, আক্রমণের শিকার হওয়া ওই নারী তুরস্কবংশদ্ভূত। ওই নারীর নাম ব্যারা বোলাত। ভুক্তভোগী ওই নারী আনাদুলু এজেন্সীকে জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও তুমি। ভুক্তভোগী ওই নারী হতাশ হয়ে বলেন, আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। এমন পরিস্থিতি আমার জীবনে কখনো আসেনি। এমন ঘটনা ঘটলে কি করা উচিত তা আমার জানা নেই। আরও পড়ুনঃ পাকিস্তানে-গুড়িয়ে-দেওয়া-হল-জিন্নাহর-ভাস্কর্য ওই নারী আরও জানান, আক্রমণকারী আজেবাজে কথা বললেও তিনি কানে তুলেননি। কিন্তু আক্রমণকারী থেমে না থেকে তাকে একেরপর এক বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন। একপর্যায়ে আক্রমণকারী তার মুখে থুথু নিক্ষেপ করেন। পরে বোলাত বাস থেকে নেমে গেলে ওই আক্রমণকারী নেমে তার হিজাব খুলে ফেলার চেষ্টা করেন। এতে হিজাবের সূচের আঘাতে বোলাত আহত হন। পরবর্তীতে বোলাত আক্রমণকারীর ছবি তুলতে চাইলে সে পালিয়ে যায় বলে আনাদুলু এজেন্সীকে জানিয়েছেন বোলাত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী এবং বিদ্বেষমূলক ঘটনা বিস্তারিত তুলে ধরেন বোলাত। এ সময় তিনি লেখেন এমন ধরনের আক্রমণ হলে কারও চুপ করে থাকা উচিত নয়


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply