Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বুস্টার ডোজে কী টিকা নিলেন বাইডেন?




করোনাভাইরাস প্রতিরোধে জনসম্মুখে টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুস্টার ডোজে কী টিকা নিলেন বাইডেন? স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইট হাউসে তিনি টিকার তৃতীয় ডোজ নেন। তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। মার্কিন স্বাস্থ্য বিভাগ স্টার ডোজের অনুমোদন দেওয়ার একদিন পরই তিনি বুস্টার ডোজ নিলেন। দেশটিতে ৬৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী ছাড়াও প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এবং পেশাগত কাজের কারণে যাদের ঝুঁকি রয়েছে তাদেরও বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শুরু থেকেই বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে আসছিলেন। তারা বুস্টার ডোজ অনুমোদনের আগে উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছিলেন সোমবার সেই আহ্বান তোয়াক্কা না করে বুস্টার ডোজ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হচ্ছে কুকুরের মাংস ৭৮ বছর বয়সী বাইডেন বলেন, বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ সবাইকে টিকার আওতায় নিয়ে আসা। তিনি যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বিরোধীদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অনেক মানুষ আছেন যারা টিকার একটি ডোজও নেননি। এটি যে মহামারি তা ভুলে গেলে চলবে না। যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ মানুষ এক ডোজ হলেও করোনা টিকা নিয়েছেন। এখনও ২৩ শতাংশ মানুষ টিকা নেননি। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন চার কোটি ৩৯ লাখ ৪০ হাজার ৪৪৭ জন। মৃত্যু হয়েছে সাত লাখ নয় হাজার ১১১ জনের। সূত্র: বিবিসি, সিএনএন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply