Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কোভিড টিকার বুস্টার ডোজের প্রয়োজন নেই, বলছেন একদল বিজ্ঞানী




ইসরায়েলের একজন চিকিৎসাকর্মী তেল আবিবে এক নারীকে কোভিডের বুস্টার শট দিচ্ছেন। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক টিকা বিশেষজ্ঞদের একটি দল সাধারণ মানুষকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদানের বিরুদ্ধে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে গেছে। এসব দেশ ভাইরাসের প্রকোপ মোকাবিলার কার্যক্রম আরও জোরদার করেছে। ঠিক এমন সময়ই বিজ্ঞানীদের এমন মত সামনে এলো। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে গত সোমবার প্রকাশিত একটি প্রবন্ধে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে—বিশ্বজুড়ে বর্তমানে যে কোভিড টিকাগুলো ব্যবহার করা হচ্ছে, তা করোনার অতি-সংক্রামক ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপ সত্ত্বেও ভাইরাসের বিরুদ্ধে জোরদার সুরক্ষা দিয়ে যাচ্ছে, বিশেষ করে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে। ইসরায়েলের এক গবেষণায় যখন বলা হয়—এ বছরের শুরুতে কোভিড টিকা দেওয়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে দুই ডোজের ফাইজার টিকার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ কোভিড-১৯-এর বুস্টার টিকা দেওয়ার তোড়জোড় শুরু করে। এবং এর পরপরই ইসরায়েল ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার শট দেওয়া শুরু করে। ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত গবেষণাটির লেখকেরা পরামর্শ দিয়েছেন যে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে—মূল টিকার আরেকটি ডোজ না দিয়ে বরং নির্দিষ্ট ভ্যারিয়্যান্টের কোভিড-১৯-এর সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব টিকা এরই মধ্যে বিদ্যমান, সেগুলোকেই পরিবর্তন করা। গবেষণার লেখকদের মধ্যে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী—এনা-মারিয়া হেনাও-রেস্ট্রেপো ও সৌম্য স্বামীনাথন এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ভ্যাকসিন পর্যালোচনা দপ্তরের প্রধান দুইজন কর্মকর্তা—ড. মারিয়ান গ্রুবার ও ড. ফিলিপ ক্রাউস। ওই দুই কর্মকর্তা এ বছর শেষ হওয়ার আগেই খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে চলে যাচ্ছেন। দ্য নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুবার ও ক্রাউস বাইডেন প্রশাসনের সাম্প্রতিক ঘোষণায় অসন্তুষ্ট, কারণ এফডিএ সঠিকভাবে তথ্য পর্যালোচনা করার আগেই আগামী মাস থেকে তারা কিছু মার্কিনিকে বুস্টার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এফডিএ ১২ বছরের নিচে শিশুদের জন্য কোভিড-১৯ টিকা এবং প্রাপ্তবয়স্ক মার্কিনিদের জন্য এরই মধ্যে অনুমোদিত বর্তমান টিকাগুলোর বুস্টার টিকা দেওয়া হবে কি না, সে বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেবে। গত মাসে এফডিএ ও রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র উভয় সংস্থাই যারা দৈহিকভাবে দুর্বল, তাদের জন্য ফাইজার বা মডার্নার তৃতীয় আরেকটি টিকা দেওয়ার সুপারিশ করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply