Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তাইওয়ানকে ছাড়বেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং




তাইওয়ানকে ছাড়বেন না শি জিনপিং তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শি জিনপিং তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন। চীন বিপ্লবের ১১০তম বার্ষিকীর স্মরণে শনিবার( ৯ অক্টোবর) বেইজিংয়ের গ্রেট হলে এমন বক্তব্য দেন প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে চীনের কাছে ফিরিয়ে আনা হবে। তাইওয়ানের আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে দেশের জনগণ প্রথাগতভাবে বিরোধী বলেও তিনি উল্লেখ করেন। জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রচেষ্টা মূল খণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং জাতীয় নবজীবনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে মূল খণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে চীনের জনগণের স্বার্থ সংরক্ষণের ভালো পদ্ধতি। এটি তাইওয়ানের লোকজনের জন্যও উপকারি। আরও পড়ুনঃ শুধু-চীনকে-নিয়েই-বিশেষ-ইউনিট-সিআইএ-র শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন তার নিজের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করবে। চীনের জনগণের প্রতিশ্রুতিকে কারোরই খাটো করে দেখা উচিত হবে না। শি জিনপিং বলেন, ‘এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চাই। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে। শি আরও বলেন, ‘যারা নিজেদের ঐতিহ্য ভুলে মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করে তাদের প্রচেষ্টা কাজে আসবে না'। শি’র এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দ্বীপটির ভবিষ্যৎ তাইওয়ানের জণগণের হাতে বলে জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট দফতর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply