Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মিয়ানমারের অবস্থা ভয়াবহ, ১০ দিনে শতাধিক বোমা হামলা!




গণতান্ত্রিক সরকারকে অভুত্থ্যানের মাধ্যমে ক্ষমতা নেওয়া জান্তা সরকারকে রুখতে মিয়ানমারের স্থানীয় প্রতিরোধ বাহিনীর লড়াই তীব্রতর হয়েছে। মিয়ানমারের শহরগুলোতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা এনইউজে জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শুধু ইয়াঙ্গুনে ১০১টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলের ম্যানডাল্যে এবং উত্তর-পশ্চিমের সাইগাং অঞ্চলেও কয়েক ডজন বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় মিলিশিয়া বাহিনী এবং গুপ্ত বাহিনী, টেলিযোগাযোগ টাওয়ার নিরাপত্তা বাহিনী, ব্যাংক, জান্তার সম্পদ এবং বিভিন্ন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ১৮ সেপ্টেম্বর ২৬ বছর বয়সী ইয়াঙ্গুনের প্রতিরোধ-যোদ্ধা হেই জ ল্যাট ভিওএকে বলেন, এনইউজে আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। আমরা ইয়াঙ্গুনে ছয়টি অভিযান পরিচালনা করেছি। তিনি আরও বলেন, আমরা আরও হামলার জন্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। বিরোধী দল পিপলস ডিফেন্স ফোর্সেসের সদস্য নউং চো বলেন, খুব শিগগিরই আরও হামলা চালানো হবে। থান্টল্যাঙ্গে গত সপ্তাহের লড়াইয়ের সময় অন্তত ২০টি বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আগুন কীভাবে লোকজনের বাড়ি গ্রাস করে নিচ্ছে। মিয়ানমার নাউ পোর্টালের খবর বলছে, একটি বাড়িতে আগুন নেভাতে চেষ্টাকালে এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করেছে সেনারা। মিয়ানমারের দ্য গ্লোবার নিউ লাইট বলছে, যাজকের হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। সেনারা অন্তত শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটেছে। স্থানীয় কমিউনিটি নেতা সালাই থ্যাং বলেন, এখন পর্যন্ত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নেওয়া হলে বিমান হামলা চালানো হয়েছে। আরও পড়ুনঃ জামিন পেলেও মুক্তি মিলছে না মডেল পিয়াসার দ্য চীন প্রতিরক্ষা বাহিনী নামের একটি মিলিশিয়া গোষ্ঠী বলছে, তাদের হামলায় এখন পর্যন্ত ৩০ সেনা নিহত হয়েছেন। তবে হতাহতের এসব দাবি স্বাধীনভাবে তদন্ত করে দেখতে পারেনি রয়টার্স। এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহত যাজকের এক স্বজন বলেন, একটি এতিমখানায় ২০টি শিশুসহ থান্টল্যাঙ্গে মাত্র কয়েকটি বাড়িঘর অবশিষ্ট আছে। বাপটিস্ট মিনিস্টারকে হত্যা ও বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত থামাস অ্যান্ড্রুস বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিকে একটি জ্বলন্ত নরক বানিয়ে রেখেছে মিয়ানমারের জ্বান্তা বাহিনী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply