Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মহাকাশে সিনেমার শুটিং শেষে ফিরল রুশ কলাকুশলীরা




মহাকাশে সিনেমার শুটিং শেষে ফিরল রুশ কলাকুশলীরা মহাশূন্যে প্রথম কোনো চলচ্চিত্রের শুটিং শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে রুশ চলচ্চিত্রের ক্রু-সদস্যরা। ‌'চ্যালেঞ্জ' নামের একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন তারা। ১২ দিন সময় কাটিয়ে রোববার (১৭ অক্টোবর) পৃথিবীর বুকে ফিরে আসে দলটি। অভিনেতা ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেনকো আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস থেকে কাজাখস্তানে অবতরণ করেন। পেরেসিল্ড এবং শিপেনকোকে বহনকারী মডিউলটি তিন ঘণ্টা সময় নিয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ কাজাখস্তানে অবতরণ করে। এই ছবির শুটিং করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল শুটিং ইউনিটকে। ফলে কিছু সময়ের জন্য শুটিং বন্ধও রাখতে হয়েছিল। এছাড়া চিত্রায়নের সময় আরও কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়। ৫ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুটিং ইউনিট পাঠায় রাশিয়া। সে সময় তার স্বয়ংক্রিয় ডকিং সিস্টেমটি বিকল হয়ে পড়ে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে রকেটটিকে আইএসএসের সঙ্গে যুক্ত করা হয়।

পৃথিবীতে ফিরে আসার পর প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য ছবির পরিচালক এবং অভিনেতাকে আগামী ১০ দিন রাশিয়ার স্টার সিটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে হবে। এদিকে চ্যালেঞ্জ সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইএসএসেএ ছবির যে অংশটির শুটিং হয়েছে তাতে মিজ পেরেসিল্ড একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে দেখা যায় তিনি একজন কসমোনটের চিকিৎসা করেন। কসমোনটের ভূমিকায় অতিথি শিল্পী ছিলেন অলেগ নভিৎস্কি। যিনি বেশ কিছুদিন ধরে ওই স্টেশনে কাজ করছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply